খেলাধুলা

ভারতকে দেখে শিখুন : নিজ বোর্ডকে পাকিস্তানি ওপেনার

উপমহাদেশে প্রায় সব দেশেই একটি সাধারণ চিত্র দেখা যায়। যেকোন ক্রিকেটারদের দলে সুযোগ দেয়ার পর অল্প কিছু ম্যাচ দেখেই ফেলা দেয়া হয় বাতিলের খাতায়। ক্যারিয়ারের শুরুতেই ভালো করতে পারলে টিকে যান যেকোন খেলোয়াড়, অন্যরা হারিয়ে যান হরহামেশাই।

Advertisement

এ বিষয়টা একদমই পছন্দ নয় পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম উল হকের। তিনি চান নতুন যেকোন খেলোয়াড়কে যেন পর্যাপ্ত সময় দেয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে। যা এখন প্রায়ই দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে।

পাকিস্তান ওপেনার এ কথা বলতে গিয়ে এনেছে ভারতের ডানহাতি ওপেনার রোহিত শর্মার কথা। যার ক্যারিয়ারের শুরুর সময়টা অত আশা জাগানিয়া না হলেও, বর্তমানে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেছেন।

ইমামও জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিৎ এসব দেখে শেখা এবং ক্রিকেটারদের আরও ভালোভাবে যত্ন নেয়া। ইন্সটাগ্রামে এক লাইভ সেশনে এসব কথা বলেছেন ইমাম।

Advertisement

তার ভাষ্য, ‘আমার নিজের মূল্যায়ন হলো, আমাদের দলে সবসময় ব্যর্থতার একটা ভয় কাজ করে। যে কারণে খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ভাল খেলতে পারে না। তারা দুই-তিন ম্যাচে খারাপ করলেই বাদ পড়ার ভয়ে তটস্থ থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘এ জিনিসটা হয় মূলত বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের সমন্বয়ের অভাবে। বিশ্বের অন্যান্য দলগুলোর অবস্থা কিন্তু এমন নয়। আপনি যদি রোহিত শর্মার উদাহরণই দেখেন। শুরুতে সে ভালো করতে পারেনি। কিন্তু ভারত তার ওপর আস্থা রেখেছে এবং এখন সে কোথায় চলে গেছে!’

এসএএস/এমকেএইচ

Advertisement