প্রতি কেজি পেঁয়াজ ও আদায় ১০০ গ্রাম কম দিচ্ছে অভিজাত চেইন সুপারশপ মিনা বাজার। শনিবার রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে এর প্রমাণ পায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। এ অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
Advertisement
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বনশ্রী এলাকায় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজ ও আদায় ওজনে কম দেওয়ার অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা, ১১৫০ টাকার ১ কেজি ২০০ গ্রামের ইলিশ মাছে ১০০ গ্রাম ওজন কম দেওয়া এবং পচা শাকসবজি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আরেকটি সুপারশপকে ২০ হাজার টাকা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে একটি জেনারেল স্টোরকে ৫ হাজার ও পেমেন্টলেস সার্ভিসকে ১০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা দেন।
Advertisement
আবদুল জব্বার মন্ডল জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যক্তিগতভাবে বাজার তদারকির খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধিদফতরের এ কর্মকর্তা।
এসআই/এসএইচএস/এমএস