আইন-আদালত

৩৫৫ পরিবারকে নগদ অর্থ ও ইফতার সামগ্রী দিলেন আইনজীবী ইমতিয়াজ

পুরান ঢাকার ৩৫৫ অসহায় কর্মহীন পরিবারের মাঝে নগদ এক হাজার করে টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ। শুক্রবার (১ মে ) এ নগদ অর্থ ও ইফতার বিতরণ করেছেন তিনি।

Advertisement

শনিবার (২ মে) সকালে আইনজীবী ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদেরকে বলেন, ‘ করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ৩৫৫ পরিবারের মাঝে এক হাজার করে টাকা ও চিনি, ছোলা, ডাল, খেজুর বিতরণ করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই এটা করেছি।’

এর আগে এই আইনজীবী পুরান ঢাকার অসহায় ১০০ পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দেন। পুরান ঢাকার নাজিরাবাজার, ওয়ারী, ছুড়িটোলা, বংশাল, লালবাগের ১০০টি পরিবারের কাছে তিনি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, আধা কেজি লবণ, আধা কেজি মুড়ি, একটি সাবান ও দুটি মাস্ক দেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, ‘লোকলজ্জার ভয়ে যারা না খেয়ে থাকবে, কিন্তু অন্যের সহযোগিতা চাইবে না, এমন কিছু পরিবারের বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি পরিচিতদের মাধ্যমে অসহায় পরিবার খুঁজে বের করি এবং খাদ্য সামগ্রী দিয়ে আসি। খুব দ্রুত দিনমজুর ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করব।’

Advertisement

এফএইচ/এমএফ/পিআর