বিশ্বকাপ আর ইউরো বাছাই পর্বে নিজ নিজ দেশের হয়ে মাঠে নামার পর আজ শনিবার আবারো ক্লাবের হয়ে মাঠে নামছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তারকারা। বাংলাদেশ সময় রাত ৮টায় রিয়াল খেলবে লেভান্তের বিপক্ষে ও রাত পৌনে ১টায় বার্সেলোনা মুখোমুখি হবে রায়ো ভায়োকানোর।কিন্তু শীর্ষস্থানে ওঠার চ্যালেঞ্জে জয়ী হওয়া মোটেও সহজ হচ্ছে না রিয়াল-বার্সার জন্য। ইনজুরির মিছিল চলছে দুই শিবিরেই। লা লিগায় এবার দারুণ ফর্মে থাকা করিম বেনজেমাকে সম্ভবত পাচ্ছেনা রিয়াল। গত সপ্তাহে ফ্রান্সের হয়ে আর্মেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান লা লিগায় এ পর্যন্ত ৬ গোল করা বেনজেমা। লা লিগায় এখন পর্যন্ত বেনজেমাই সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ক্রোয়েশিয়াকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে তোলার ম্যাচে উরুতে মারাত্মক চোট পান লুকা মডরিচ। লেভান্তের বিপক্ষে তারও খেলার সম্ভাবনা দেখছে না রিয়াল। এর পাশাপাশি সের্জিও রামোস আর পেপের ফিটনেস নিয়েও সন্দেহ রয়েছে। এদিকে চোট পাওয়া নভেম্বরের মাঝামাঝি সময়ের আগে মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই লিওনেল মেসির। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারটিকে ছাড়া বেশ ধকল পোহাতে হচ্ছে বার্সার আক্রমণভাগকে। নেইমার ও লুই সুয়ারেজকে তাই ভীষণ চাপ সামলাতে হচ্ছে। আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সা।তবে ভায়োকানোর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে সুয়ারেজ বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়টির অনুপস্থিতি ঠিকই টের পাচ্ছে দল। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এ ম্যাচেও নিজেদের দায়িত্বটা পালনের বিকল্প নেই।এমআর/পিআর
Advertisement