জাতীয়

গণস্বাস্থ্যের কিট যাচাইয়ে কমিটি গঠনে বৈঠকে বিএসএমএমইউ

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিটের কার্যকারিতা যাচাইয়ে ৬ সদস্যের কমিটি গঠন করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। শনিবার (২ মে) সকাল থেকে কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া নেতৃত্বে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক চলছে।

Advertisement

কমিটিতে কারা কারা থাকছেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিটের কার্যকারিতা যাচাইয়ে সংশ্লিষ্ট যাদের কমিটিতে রাখতে বলা হয়েছে, তাদের মধ্যে ২/১ জন চি‌কিৎসক কমিটিতে থাকার বিষয়ে অনীহা দেখিয়েছেন।

বিএসএমএমইউ-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষার কিট নিয়ে গত বেশ কয়েকদিন যাবত পক্ষে-বিপক্ষে তর্ক বিতর্ক আলোচনা-সমালোচনা চলছে। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে কিটের কার্যকারিতা পরীক্ষা করা দেখার জন্য দুদিন আগে অনুমতি দেয়া হয়।

Advertisement

কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। এ কমিটি ৬ সদস্যের হতে পারে। দুপুর ২টার মধ্যে এ কমিটি গঠন করা হবে।’

এমইউ/এফআর/এমএস