বিনোদন

বরিশাল বুলসের থিম সংগীত গাইলেন আসিফ

মহা আয়োজনে আগামী ২০ নভেম্বর থেকে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে দল নিয়ে হয়েছে বেশ কিছু রদবদল। ঢাকা গ্লাডিয়েটর্স হয়ে গেছে ঢাকা ডাইনামাইটস। পাশাপাশি বাদ দেখা যাবে না রাজশাহীর দল দুরন্ত রাজশাহীকে। নতুন ভিড়েছে বরিশাল বুল’স ও কুমিল্লা ভিক্টোরিয়ান’স। সব মিলিয়ে এবার ছয়টি দল আসর মাতাবে। অংশগ্রহণকারী দলগুলো গ্যালারিতে দর্শক আর মাঠে খেলোয়াড়দের উৎসাহ দিতে তৈরি করছে থিম সংগীত। সবাইকে পিছনে এবারের আসরের জন্য প্রথম থিম সংগীতটি তৈরি করছে বরিশাল বুল’স।এতে রাজেশ ঘোষের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ‘বরিশাল বুলস কামাল কামাল/ বরিশাল বুলস সামাল সামাল’ শিরোনামের গানটি লিখেছেন রাজীব আহমেদ। এ গান করা প্রসঙ্গে আসিফ বললেন, ‘ক্রিকেট আমার কাছে বরাবরই বিশাল আবেগের নাম। নিজে ক্রিকেট খেলেছি। তাই এর সাথে জড়িয়ে থাকতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই বরিশাল বুল’সের থিম সংটি গাইলাম। তবে নানা কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম ক্রিকেটের গান আর গাইব না। কিন্তু বরিশালের আক্রমণাত্মক আতিথেয়তার কাছে হার মেনেছি। এক জীবনে ভালোবাসাটাই তো সব! আশা করছি গানটি উৎসাহ দিবে বরিশালের মানুষদের।’পাশাপাশি কুমিল্লার ছেলে হয়েও কুমিল্লার দলের জন্য গান করতে না পারা নিয়ে আসিফ নিজের ফেসবুকে লিখেছেন। সেখানে তিনি বলেছেন, ‘ক্রিকেট আসলেই আবেগের জায়গা হয়ে গিয়েছে, আমিও আরো আবেগী হতাম যদি কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর থিম সং গাইতে পারতাম। কিন্তু আমিতো রবি ঠাকুর নই, তিন চারটি দেশের জাতীয় সংগীতের রূপকার হবার যোগ্যতাও নেই। ভিক্টোরিয়ান’স বিপিএলের চ্যাম্পিয়ন হউক, এই আশা রাখি। আরো আশা পোষন করি পরবর্তীতে তারা কুমিল্লার ক্রিকেটের উন্নতির জন্য কিছু অন্ততঃ করবেন। অতীতে কোন কিছু করতে দেখিনি, তাই ভবিষ্যৎ কিছুটা আঁচ করতে পারি। কুমিল্লাবাসীর আবেগ কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর সাথে জড়িত। সুতরাং দায়িত্বশীল ভূমিকা আশা করি কুমিল্লাবাসী হিসেবে।’উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের অ্যান্থেম হিসেবে পরিচিত `সাবাশ বাংলাদেশ` গানটি গেয়েছেন  জনপ্রিয় এই শিল্পী।এলএ/আরআইপি

Advertisement