ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের মাধ্যমে টেলিমেডিসিন (মোবাইল ফোনের মাধ্যমে) স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল।
Advertisement
শনিবার (২ মে) থেকে শুরু হবে এ সেবা। করোনা পরিস্থিতি চলাকালীন পুরো সময়ে রোগীদের এই স্বাস্থ্যসেবা প্রদান করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১ মে) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
Advertisement
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ও যানবাহন সংকটের কারণে হাসপাতালে এসে চিকিৎসা সেবা না পাওয়া রোগীদের কথা চিন্তা করে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম।
এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম আলী হাসান, সহকারী মহাপরিচালক অনিমেষ ভৌমিক, মেট্রন সিস্টার দিপালী পেরেরা উপস্থিত ছিলেন।
এফআর/এমএস
Advertisement