হবিগঞ্জে চিকিৎসক ও নার্সসহ আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছায়। এ নিয়ে জেলায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
এর আগে দুপুরে আরও ১২ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, দুইজন স্বাস্থ্যকর্মীসহ চারজন রয়েছেন। আক্রান্ত ছয়জনের দুইজন নারী ও চারজন পুরুষ।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, নতুন আক্রান্তরা হচ্ছেন লাখাইয়ের একজন, নবীগঞ্জের একজন ও সদর উপজেলার চারজন। তাদের বয়স ২৯ থেকে ৫৭ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও আরও দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। জেলায় শুক্রবার মোট ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সিলেট থেকে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট রাতে পাঠানো হয়েছে। জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭২ জন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস
Advertisement