দেশজুড়ে

কৃষকের ৪ বিঘা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারাই ধারাবাহিকতায় এবার কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রলীগ।

Advertisement

করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে গুইমারা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক লাপাং কারবারির চার বিঘা জমির পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। তবে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমার পরামর্শে তার ধান কেটে দিতে এগিয়ে আসে উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১ মে) সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা লাপাং কারবারির চার বিঘা জমির পাকা ধান কেটে তা ঘরে তুলে দেন।

ধান কাটা কর্মসূচিতে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিজন, গুইমারা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পুলু মারমা, সাংগঠনিক সম্পাদক অনিক পাটোয়ারী ও প্রচার সম্পাদক ওমর ফারুক আকাশ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Advertisement

পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক লাপাং কারবারি। ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা এগিয়ে না এলে আমার চার বিঘা জমির পাকা ধান জমিতেই নষ্ট হতো।

ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময়ই বিপন্ন মানুষের পাশে থাকবে জানিয়ে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম বলেন, ‘শুধু গুইমারা নয়, আশপাশের উপজেলার যেখানেই কৃষক শ্রমিক সংকটে পড়বে সেখানেই ছুটে যাবে ছাত্রলীগ।’

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস

Advertisement