করোনাভাইরাসের এ সময়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ কমিটির এক সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সল আহমেদ। এ সময় তিনি ওই মসজিদ কমিটির এক সদস্যকে জরিমানা করেন।
ইউএনও মো. ফয়সল আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফয়সাল আহমেদ জাগো নিউজকে জানান, করোনা নিষেধাজ্ঞার মধ্যে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের দ্বিতীয় তলায় শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। পরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন অমান্য করায় উপস্থিত মুসল্লির পক্ষে আব্দুল কুদ্দুসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
তিনি আরও বলেন, যদিও তিনি মসজিদ কমিটির সদস্য তাকে জরিমানা করা হয়নি। আর এটি করা হয়েছে একমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য।
তিনি বলেন, এ সময় মসজিদের অন্য মুসল্লিদেরও সতর্ক করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে।
মিজানুর রহমান/এএইচ
Advertisement