জাতীয়

চট্টগ্রামে আরও তিনজন করোনা পজেটিভ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৩৬ দিনে চট্টগ্রামে মোট ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শনাক্ত আরও পাঁচজন চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে।

Advertisement

শুক্রবার (১ মে) চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৬১টি ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জাগো নিউজকে বলেন, ‘বিআইটিআইডি ল্যাবে নতুন ১৬১টি নমুনা পরীক্ষায় নতুন তিনজন করোনা পজেটিভ হয়েছেন। তাদের একজন নগরের রাহাত্তরপুল, অপরজন বায়েজিদ বোস্তামী থানা এলাকার। এছাড়া নতুন করে লোহাগাড়া উপজেলায়ও করোনা রোগী শনাক্ত হয়েছে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১০১ পরিক্ষায় নোয়াখালীর এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছেন।’

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার শরীরেও করোনা শনাক্ত হয়েছে।’

Advertisement

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুয়ায়ী, গত ২৬ মার্চ চট্টগ্রামে করোনার নমুনা পরিক্ষা শুরু হয়। চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। নগরীর দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ওমরা ফেরত মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারণা করা হয়। পরে ৫ এপ্রিল দ্বিতীয় করোনারোগী শনাক্ত হন ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে।

আবু আজাদ/এএইচ