জাতীয়

পদ্মা সেতু প্রকল্প এলাকায় সচিব পর্যায়ের সভা চলছে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় বৈঠক করছেন সচিব কমিটি। একটি সূত্রে জানা যায়, সচিব কমিটির সদস্যরা ছাড়াও প্রায় অর্ধ শতাধিক সচিব এ বৈঠকে অংশ নিয়েছেন। প্রথাগতভাবে সচিব কমিটির বৈঠক সচিবালয়ে বসলেও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় এই প্রথমবারের মতো সচিবালয়ের বাইরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া ১ এর অফিস বিল্ডিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়ার সূচনা বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু হয়। এরপর ৯টা ৫৫ মিনিটে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যের পর ১০টা ১৫ মিনিটে উন্মুক্ত আলোচনা শুরু হয়। উন্মুক্ত আলোচনা শেষে ১০টা ৩৫ মিনিটে সচিব কমিটির মূল বৈঠক শুরু হয় বলে জানা গেছে। এর আগে সকাল ৯ টায় ঢাকা থেকে পদ্মা সেতু প্রকল্প এলকায় পৌঁছান সচিবরা। সভা শেষে সভার বিষয় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে।এসএস/পিআর

Advertisement