দেশজুড়ে

করোনায় কুমিল্লার দরিদ্রদের পাশে বন্ধন-২০০০

করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে কুমিল্লার হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন-২০০০।

Advertisement

এরই অংশ হিসেবে গত ১০ এপ্রিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। প্রাথমিকভাবে ৭০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আর দ্বিতীয় মেয়াদ ৪০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সংগঠনটি।

এছাড়া ঈদের আগে ১০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা করছে সংগঠনটি।

ত্রাণ বিতরণের সময় সংগঠনের সভাপতি কামাল হোসেন ও বন্ধন-২০০০ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

সংগঠনটি কুমিল্লার লালমাই থানার অধীনে ২০১৭ সাল থেকে সামাজিক কার্যক্রম কাজ করছে।

এফআর/জেআইএম