দীর্ঘ প্রতীক্ষা শেষে করোনা সংকটের মুহূর্তে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করলো শিক্ষা মন্ত্রণালয়। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এমপিও কোড নম্বর প্রদানে আবেদন কার্যক্রম।
Advertisement
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবার এ সংক্রান্ত দিক নির্দেশনা জারি করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
যে প্রক্রিয়ায় হবে পুরো কার্যক্রম
এমপিও পাওয়ার যােগ্য নতুন শিক্ষক-কর্মচারী প্রথমে মাউশির ইএমআইএস সিস্টেমে (www.emis.gov.bd) রেজিস্ট্রেশন করবেন।
Advertisement
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ইএমআইএস সফটওয়্যারে লগ-ইন করে নতুন রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-কর্মচারীর অনুমােদন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা ৪ মে'র মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ এমপিও আবেদন সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে ৪ মে'র মধ্যে প্রাপ্ত আবেদনগুলো ৬ মে'র মধ্যে নিষ্পত্তি করবেন।
জেলা শিক্ষা কর্মকর্তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো ৮ মে'র মধ্যে নিষ্পত্তি করবেন।
আঞ্চলিক উপ-পরিচালকরা (মাধ্যমিক) জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো ১৩ মে'র মধ্যে নিষ্পত্তি করে অনুমােদনকৃত আবেদনগুলো ইএমআইএস সেলে পাঠাবেন।
Advertisement
সহায়তার জন্য এই নির্দেশিকা দেখুন
এমএইচএম/জেডএ/পিআর