দেশজুড়ে

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চা-বিক্রেতার মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে আলিমুদ্দিন (৪৬) নামে এক চা-বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ মে) বিকেলে তার মৃত্যু হয়।

Advertisement

জানা গেছে, সাওরাইল ইউনিয়নের ওই ব্যক্তি বাড়ির অদূরে ফুলতলা বাজারে চা-পান বিক্রি করতেন। গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. নুরুল আলম বলেন, সাওরাইল এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, জ্বর, সর্দি-কাশিতে কালুখালীর সাওরাইলে একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কি-না তা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে।

Advertisement

রুবেলুর রহমান/এএম/জেআইএম