মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকের নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার চিকিৎসকদ্বয়ের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় ছয় স্বাস্থ্যকর্মীসহ মোট ১২ জনের করোনা শনাক্ত হলো।
Advertisement
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন করে আক্রান্ত একজন জুনিয়র কনসালটেন্ট। অপরজন মেডিকেল অফিসার।
সূত্রমতে আরও জানা গেছে, আজকের পজিটিভ শনাক্ত হওয়া মেডিকেল অফিসার গতকাল বৃহস্পতিবারও বহিঃবিভাগের চিকিৎসা সেবা প্রদান করেছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, নতুন সংক্রমিত দু’জনসহ আরও কয়েকজনের নমুনা এপ্রিল মাসের ২৫ তারিখে পাঠানো হয়েছিল। আজ শুক্রবার দুজনের পজিটিভ প্রতিবেদন হাতে পেয়েছি।
Advertisement
এমএএস/পিআর