বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী মোহাম্মদ নাজিব তুন আবদুল রাজাক। শনিবার পি ডব্লিউটিসি পুত্রা ওয়ার্লড ট্রেড সেন্টারে" আসিয়ান দেশগুলোর নারী নেতৃত্বের উপর আয়েজিত দু` দিনব্যাপি এশিয়ান ওমেন পলিটিক্স ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এ সম্মেলন আসিয়ান দেশগুলোর মধ্যে নারীদের জন্য একটি রাজনৈতিক নেটওয়ার্ক তৈরি করবে। গতিশীল নারী নেতৃত্বের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ আহ্বান জানান তিনি। এই সম্মেলন বিভিন্ন বিষয়ে সবার দৃষ্টিভঙ্গির নতুন দিগন্ত উম্মোচন করেছে মন্তব্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, গতিশীল রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি ও জনগণের মধ্যে সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করবে। যা এ অঞ্চলের অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে নারীরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বারিশান ন্যাশনাল মহিলা দলের চেয়ারম্যান দাতো শ্রী শাহরিজাত আব্দুল জলিল, কো- চেয়ারম্যান ওয়াইবি দাতোক আজিজাহ মোহাম্মাদ ডোন প্রমূখ। এছাড়া মালয়েশিয়ায় আসিয়ান সদস্য দেশগুলো কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড,ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, আজারভাইজান, চিন, রাশিয়া, ফিলিস্তিন, মালদ্বীপ, সাউথ কোরিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, বাংলাদেশের দূতাবাস, পাশাপাশি রাজনৈতিক ও কর্পোরেট সংস্থা থেকে ২৬টি দেশের বিপুল সংখ্যক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, কেন্দ্রীয় মহিলা দলের সহ প্রচার সম্পাদক আয়শা সিদ্দিকা মানী,সুপ্রীম কোর্টের ন্যাশনালিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট ড. আরিফা জেসমিন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ এবং মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল এ সম্মেলনে অংশগ্রহণ করেন। এসকেডি/পিআর
Advertisement