দেশজুড়ে

মুন্সিগঞ্জে আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত

মুন্সিগঞ্জে নতুন করে আরও ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে আইইডিসিআর থেকে ২১ জন এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে এসে পৌঁছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০২ জন।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় আটজন, টঙ্গীবাড়ি উপজেলায় দুইজন, লৌহজং উপজেলায় একজন, সিরাজদিখান উপজেলায় নয়জন, শ্রীনগর উপজেলার একজন এবং গজারিয়া উপজেলায় দুইজন রয়েছেন। সদরের আটজনের মধ্যে নারায়ণগঞ্জে মারা যাওয়া বৈখর গ্রামের এক নারীও রয়েছেন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৬ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট শুক্রবার সিভিল সার্জন অফিসে এসে পৌঁছেছে। ওই দিনের ৫৫ জনের নমুনার মধ্যে ২১ জনের পজিটিভ এবং ১৫ জনের নেগেটিভ রিপোর্ট আসে। তবে এখনও ১৯ জনের রিপোর্ট আসেনি। আর ২৯ এপ্রিল ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) পাঠানো নমুনা থেকে মুন্সিগঞ্জে শুক্রবার নতুন করে আরও দুইজনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে।

আরএআর/এমকেএইচ

Advertisement