সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও ৫৬ জন প্রবাসী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২৪৪ জন। এদিকে নতুন করে আরও ৫২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
Advertisement
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯ জন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে আজ ৫৮ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১৫ জনের মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। গতকাল আরও নতুন ১২ ক্লাস্টার চিহ্নিত করা হয়। ৩০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে কোনো বিদেশফেরত নেই৷ ৬ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক, ৪৮৮ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরিতে অবস্থান করত এবং ৩১ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরির বাইরে থাকতেন।
এ ছাড়া ১৭০৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৩২০২ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷
Advertisement
এমআরএম/এমকেএইচ