তথ্যপ্রযুক্তি

মাস্ক পরেও আনলক হবে আইফোন!

করোনার কারণে মানুষকে এখন মুখে মাস্ক লাগিয়ে বের হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে যাদের আইফোনে ফেস আইডি রয়েছে, তাদের মাস্ক পরে ফোন আনলক করতে সমস্যা হচ্ছে।

Advertisement

আপনি যদি আইফোন এক্স, আইফোন এক্সআর ও আইফোন ১১ ব্যবহার করেন তাহলে আরও ভালো ভাবে এই সমস্যা বুঝতে পারবেন। তবে আপনার এই সমস্যার সমাধান আনছে অ্যাপল।

অ্যাপল সম্প্রতি আইওএস ১৩.৫ বিটা আপডেট নিয়ে এসেছে। এতে ব্যবহারকারীরা মুখে মাস্ক লাগিয়েও ফোনটি আনলক করতে পারবে।

এই আপডেট আসার পরে, আপনি যদি কোনও মাস্ক পরে আইফোনটি আনলক করার চেষ্টা করেন এবং হোম স্ক্রিনে উপরের দিকে সোয়াইপ করেন তবে সাথে সাথে পাসকোডটি ইন্টারফেসে চলে আসবে।

Advertisement

পাসকোড ইন্টারফেসে আসার সাথে সাথেই আপনি পাসকোড দিয়ে আইফোনটি আনলক করতে সক্ষম হবেন।

এখনও যেহেতু আপডেটটি স্টেবল ভার্সনের জন্য আনা হয়নি তাই পাসকোড ইন্টারফেসে আসতে কয়েক সেকেন্ড সময় নেয়।

এএ

Advertisement