মানুষের মধ্যে সেরা সুন্দরীদের প্রতিযোগিতা তো হামেশাই হচ্ছে। কিন্ত গরুদের নিয়ে সেরা সুন্দরী প্রতিযোগিতার কথা কি কখনো শুনেছেন? সম্প্রতি ভিয়েতনামে হ্যানয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘটে গেছে এমনই একটি প্রতিযোগিতা।মানুষ নয়, সুন্দর সুন্দর গরুই ছিলো এ প্রতিযোগিতার মূল আকর্ষণ। প্রতিযোগিতায় অংশ নেয়া ১২৬ গরুর মধ্য থেকে বেছে নেয়া হয়েছে সেরা গোসুন্দরী ।এক দশকেও বেশি সময় ধরে ভিয়েতনামের হ্যানয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে গরুর সুন্দরী প্রতিযোগিতার রীতি চলে আসছে। ডেইরি ফার্মিংয়ের উন্নয়নের জন্য হ্যানয়ের মক চাউ মালভূমিতে `মিস মিল্ক কাউ` নামের এ আয়োজন করা হয়।প্রতিবারের মতো এবারও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। গরুকে সাজিয়ে গুজিয়ে প্রতিযোগিতায় নিয়ে আসেন মালিকরা। প্রতিযোগিতায় `মিস দুধেল গাই` খেতাব জিতে ৪ বছরের স্বাস্থ্যবতী সুন্দরী। কারণ, সে রোজ অনেক দুধ দেয়। গরুর মালিক অনেক খুশি তার গোয়ালের গরু ‘মিস মিল্ক কাউ’ খেতাব জেতায়।জেডএইচ/পিআর
Advertisement