হবিগঞ্জে নতুন করে আরও এক চিকিৎসকসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত অপরজন একটি এনজিওর স্বাস্থ্যকর্মী। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ জন।
Advertisement
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্ত দুইজনই সদর উপজেলার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত জেলায় মোট ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্স, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৯ এপ্রিল। এরপর নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস
Advertisement