বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে দুলাল হাওলাদার (৪০) নামে এক জুতা কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বুধবার দিবাগত মধ্যরাতে বড়বাদুরা গ্রামের দক্ষিণপাড়ার ৫০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুলাল হাওলাদার উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের দক্ষিণপাড়ার ইসমাইল হাওলাদারের ছেলে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জুতা কারখানা শ্রমিক দুলাল হাওলাদার করোনা উপসর্গ নিয়ে সোমবার ঢাকায় মারা যান। সোমবার দিবাগত রাতে তার দুই ভাই, স্ত্রী, সন্তানসহ পবিরারের ১০ থেকে ১২ জন সদস্য মিলে দুলালের মৃতদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। এ খবর জানতে পেরে মঙ্গলবার সকালে দাফনের আগে মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল টিম মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার রাত ১০টায় আইইডিসিআর থেকে জানানো হয় জুতা কারখানা শ্রমিক দুলাল হাওলাদারের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সাথে সাথেই করোনায় আক্রান্ত হয়ে মৃত দুলাল হাওলাদারের বাড়িসহ লাশের গোসল ও সংস্পর্শে আসা লোকজনের বাড়ি লকডাউন করতে বলা হয়। শওকত বাবু/এমএএস/পিআর
Advertisement