খেলাধুলা

ইংল্যান্ডের সমর্থন পেল না প্লাতিনি

মহাদেশীয় ফুটবল সংস্থা ইউয়েফার বৈঠক শেষে গতকাল ইউরোপের ফেডারেশনগুলো ঘোষণা দেয় তারা  মিশেল প্লাতিনির পাশেই রয়েছেন। তবে একই দিন ভিন্ন ঘটনা দেখালো ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ফিফা সভাপতি নির্বাচনে মিশেল  প্লাতিনির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে তারা।   শুক্রবার এই খবর দিয়েছে বিবিসি।এক বিবৃতিতে এফএ জানায়, সফরলতার জন্য প্লাতিনিকে ধন্যবাদ জানাই। কিন্তু সভাপতি নির্বাচনের মতো ঝঁকিপূর্ণ কাজে তাকে সমর্থন করার কোনো ইচ্ছে আমাদের নেই।এদিকে, প্লাতিনির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজই (শুক্রবার)। ফিফা এথিক্স কমিটি এ নিয়ে বৈঠকে বসবে।দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯০ দিনের জন্য নিষিদ্ধ হন ফিফা সভাপতি সেপ ব্লাটার। ফিফার অন্তবর্তী সভাপতির দায়িত্ব পালন করতে প্রথম দিনের মত জুরিখে অফিস করেছেন আফ্রিকান ফুটবলের প্রধান ইসা হায়াতু।এমআর/এমএস

Advertisement