জাতীয়

পোশাকের অর্ডার বাতিল না করতে নেদারল্যান্ডসকে অনুরোধ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশকে দেয়া তৈরি পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল না করার জন্য নেদারল্যান্ডসের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Advertisement

দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগরিড কাগের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগরিড কাগ কোভিড-১৯ মোকাবিলার বিষয়ে আলোচনা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগকে বলেন, কোভিড-১৯ এর কারণে ইউরোপীয় ক্রেতারা বাংলাদেশের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল করছেন। ইউরোপীয় ক্রেতারা বাংলাদেশ থেকে তিন দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল করছেন।

Advertisement

এর ফলে এক হাজার ১৫০টি পোশাক কারখানার প্রায় ২.২৮ মিলিয়ন (২২ লাখ ৮০ হাজার) শ্রমিকের জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে নেদারল্যান্ডসের অর্ডার বাতিল না করার জন্য অনুরোধ জানান তিনি। ডাচ মন্ত্রী এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে আশ্বস্ত করেন।

টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাগরে ভেসে থাকা ৫০০ জন রোহিঙ্গার বিষয়ে ডাচ মন্ত্রীকে ব্যাখ্যা দেন।

ড. মোমেন বলেন, সাগরে ভেসে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমার মধ্যে নেই। সমুদ্র আইন অনুযায়ী এ রোহিঙ্গাদের নেয়ার দায় আশপাশের দেশগুলোর।

এ সময় রোহিঙ্গাদের সহায়তার জন্য ড. মোমেন ডাচ মন্ত্রীকে ধন্যবাদ জানান।

Advertisement

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েকদফায় আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে কার্যত লকডাউনেই রয়েছে গোটা দেশ। জরুরি ও নিত্যপণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে কলকারখানাও।

এমন স্থবিরতায় একের পর এক পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল করেছে বিভিন্ন দেশ। বিজিএমইএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, বছরের গুরুত্বপূর্ণ উৎপাদন মৌসুম চলাকালীন মাঝপথে ২৫ হাজার কোটি টাকার বেশি ক্রয় আদেশ বাতিল করেছেন ক্রেতারা। এতে একটি বড় ধরনের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।

যদিও ইতিমধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে স্বল্প ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় কিছু পোশাক কারখানা খুলে দিয়েছে সরকার।

এদিকে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশের সঙ্গে হওয়া পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন। এছাড়া কয়েকটি দেশকে অর্ডার বাতিল না করার জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

জেপি/এফআর/এমকেএইচ