দেশজুড়ে

গাজীপুরে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপন

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করার জন্য নিরাপদ পাঁচটি বুথ স্থাপন করা হয়েছে। জেলায় সন্দেহভাজন বা আগ্রহী ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করার জন্য এ নিরাপদ বুথ ব্যবহার করা হবে।

Advertisement

বুথগুলো গাজীপুর সদর ও মহানগর এলাকার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি এবং কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করার বুথ স্থাপন করা হয়। এতে নমুনা সংগ্রহকারীরা করোনা সংক্রমণ থেকেও নিরাপদে থাকবেন।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, নমুনা সংগ্রহকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে এ সকল বুথ স্থাপন করার জন্য নির্দিষ্ট ডিজাইনের ৫টি বুথ ইতোমধ্যে তৈরি করা হয়েছে।

বুথগুলো জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। তরপর সংশ্লিষ্ট হাসপাতালগুলো এগুলো নির্দিষ্টস্থানে স্থাপন করে নমুনা সংগ্রহের কাজে ব্যবহার করতে পারবে। এসব বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করার সময়, নমুনা সংগ্রহকারী বুথের ভেতরে গিয়ে প্রথমে বুথের দরজা আটকে দেবে। পরে গ্লাভসসে জীবাণুনাশক দিয়ে বাতাস রোধীভাবে বন্ধ করতে হবে। আর সন্দেহভাজন বা আগ্রহী ব্যক্তি বুথের বাইরে থাকবেন। এতে করে নমুনা সংগ্রহকারীকে অন্যের সংস্পর্শে যেতে হবে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও থাকবে না। তাছাড়া বারবার পিপিই পড়তে হবে না।

Advertisement

আমিনুল ইসলাম/এমএএস/পিআর