আন্তর্জাতিক

জন্মশতবার্ষিকীতে করোনাযোদ্ধা টম মুরকে ১ লাখ ৪০ হাজার কার্ড উপহার

ইচ্ছা থাকলে উপায় হয়- শততম জন্মদিনে এসেও সে কথাটাই প্রমাণ করে দিলেন ইংল্যান্ডের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ক্যাপ্টেন, টম মুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্মুখ সমরে তিনি লড়াই করেছেন দেশের জন্য। এর ৭৫ বছর পর এসে জীবনের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তিনি আবারও নামলেন লড়াইয়ে। এবারের লড়াই করোনাভাইরাসের বিরুদ্ধে।

Advertisement

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নেন এই শতবর্ষী। সে কারণে জাস্টগিভিং- ওয়েবসাইটের মাধ্যমে তিনি আবেদন জানান ১০০০ পাউন্ড দান করার জন্য। এ জন্য তিনি ঘোষণা দেন, বেলফোর্ডশায়ারের মারস্টন মোরেটাইনে তার বাড়ির বাগানকে ১০০বার প্রদক্ষিণ করবেন তিনি।

অবিশ্বাস্য সাড়া পড়ে তার আবেদনে। এখনও পর্যন্ত মাত্র তিন সপ্তাহে ৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩০০ কোটিরও বেশি টাকা) জমা হয়েছে তার করোনাভাইরাস ফান্ডে। ইংল্যান্ডজুড়ে নতুন ‘নায়কে’র মর্যাদা পাচ্ছেন ক্যাপ্টেন টম মুর। মোড়ে মোড়ে তার নামে বিলবোর্ড স্থাপন করা হয়েছে ব্রিটেনে করোনায় বিধ্বস্ত মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল বাল তার নামে গান রচনা করেছেন, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন...’।

সেই করোনাযোদ্ধা টম মুরের আজ জন্মশত বার্ষিকী। ১৯২০ সালের ঠিক এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক এই সেনা কর্মকর্তা। শততম জন্মদিনের আগে যে কাজ করে দেখালেন তিনি, তাতে ব্রিটেনে ‘জাতীয় নায়কে’ পরিণত হয়ে গেছেন।

Advertisement

সারা ব্রিটেন থেকে তাই তার জন্মদিনে আসতে থাকে শুভেচ্ছা বার্তা। দু’দিন আগেই টম মুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি শুভেচ্ছা কার্ড এসে পৌঁছেছে টম মুরের বাড়িতে। বিবিসি জানিয়েছে, আজ পর্যন্ত সংখ্যাটা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজারে।

দু’দিন আগে ক্যাপ্টেন টম মুরের বড় কন্যা লাকি টিসেইরা মুর ডেইলি মেইলকে বলছেন, ‘আমার বাবার নামে অন্তত ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার শুভেচ্ছ কার্ড এসে পৌঁছেছে। একই সঙ্গে এসেছে কয়েক হাজার উপহারের প্যাকেট। প্রায় প্রতিটি প্যাকেটেই রয়েছে ফুল এবং চকোলেট।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ক্যাপ্টেনকে শততম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে প্রধান বিচারপতি, বিভিন্ন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। ব্রিটেনের সেনাপ্রধান জেনারেল স্যার মার্ক চারলেটন স্মিথ তাকে অভিহিত করেছেন, ‘এক অনুপ্রেরণাময় আদর্শ’ হিসেবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে উল্লেখ করেছেন, ‘বেঁচে থাকা সব মানুষের জন্য এক আলোকবর্তিকা’ হিসেবে। তিনি বলেন, ‘আমি জানি এবং পুরো দেশের মানুষের পক্ষ থেকেই আপনাকে শততম জন্মবার্ষিকীতে জানাচ্ছিন শুভ জন্মদিন। আপনার এই নায়োকোচিত প্রচেষ্টা পুরো জাতির উদ্যমকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলবে।’

Advertisement

ক্যাপ্টেন মুরের বাড়ির পাশেই বেডফোর্ড স্কুল। তার বাড়িতে এত কার্ড রাখার জায়গা নেই। এ কারণে সেগুলো সব পাঠিয়ে দেয়া হয়েছে বেডফোর্ড স্কুলে। সেখানকার হলরুম বা মিলনায়তনে কার্ডগুলো সাজিয়ে রেখেছেন টম মুরের নাতি বেনজিয়ে ইনগ্রাম মুর।

তিনিই নর্দাম্পটনের সাউথ মিডল্যান্ড মেইল সেন্টার থেকে কার্ড ও উপহারগুলো গ্রহণ করে আনেন। সেখানে একটি বুথই বসানো হয়েছে ‘হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন টম’ নামে। এর মধ্যে বেশ কিছু কার্ডে ছিল রাজকীয় সিলমোহর। মিডল্যান্ড মেইল সেন্টাররে কর্মকর্তা স্টিফেন জেমস বলেন, ‘একজন মানুষের নামে এত কার্ড আসতে আমি আমার জীবনে আর দেখিনি।’

শততম জন্মদিনে মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত টম মুর। তবে ভক্তদের প্রতি তিনি একটাই বার্তা দিয়েছেন জন্মদিনে, ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

নিজের শততম জন্মদিন সম্পর্কে ক্যাপ্টেন মুর বলেন, ‘আমি শততম জন্মদিন পার করছি, এটা সত্যিই অসাধারণ একটি ঘটনা। তার চেয়েও অসাধারণ হচ্ছে, এই যে এত শুভাকাঙ্খী, তাদেরকে সঙ্গে নিয়ে আমি কিছু করতে পেরেছি। তারা আমার হাঁটার (নিজের বাগানে ১০০ বার প্রদক্ষিণ করা) এই উদ্যোগের সঙ্গে সঙ্গী হয়েছে এবং আমাকে একা হাঁটতে দেয়নি।’

সবার প্রতি আহ্বান জানিয়ে টম মুর বলেন, ‘যারা আমার আহ্বানে সাড়া দিয়ে অনুদান দিয়েছেন, আমার জন্মদিনে কার্ড ও উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। দয়া করে সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আশা করি আগামীকাল আমাদের জন্য খুব ভালো একটি বার্তা বয়ে আনবে এবং দিনটি হবে খুব ভালো।’

ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে নিজের বাড়িতে মেয়ে হান্নাহ এবং তার পরিবারের সঙ্গে বসবাস করেন ক্যাপ্টেন টম মুর। করোনাভাইরাসের কারণে তিনি একেবারেই ঘরবন্দী। মেয়ের পরিবারের সঙ্গে আইসোলেশনেই রয়েছেন। যা কিছু তিনি করছেন, তার সবই তথ্য-প্রযুক্তির মাধ্যমে। জন্মদিনের উৎসবে ক্যাপ্টেন মুরের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগ দিয়েছেন তার বড় মেয়ে টিসেইরা এবং তার পরিবার।

তার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে, ‘জন্মশত বার্ষিকীতে ক্যাপ্টেন টম নিজের বাড়িতেই অবস্থান করবেন। বের হবেন না। যারা তার ভক্ত-অনুসারী এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে চানা, তারা নিজ বাড়িতেই অবস্থান করুন। সেখান থেকেই শুভেচ্ছা জানান।’

আইএইচএস/