করোনাকালে লবণের বস্তার আড়ালে ঢাকা ও নারায়ণগঞ্জে ইয়াবার পাচারকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে বুধবার রাতে জিয়া বেপারী (৪০) ও মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২২) নামের ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৯ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি গোয়েন্দা তথ্যে জানতে পারে যে, লবণের বস্তায় লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে ইয়াবা পাচার হচ্ছে। পরে র্যাবের দলটি কুমিল্লা হতে কাভার্ডভ্যানটি শনাক্ত ও অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে টেকনাফ থেকে কাভার্ডভ্যানে লবণের বস্তার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল।
Advertisement
তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।
জেইউ/এএইচ/পিআর