করোনাভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে ৫০ সেকেন্ডের একটি টিভিসি তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন ১০টি বেসরকারি টিভি চ্যানেলে এই টিভিসি সম্প্রচার করা হবে।
Advertisement
বিষয়টি তদারকি করে প্রতি পাঁচ দিন পর পর একটি প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্যের একটি মিডিয়া মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সেল গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
আরটিভি, এটিএন বাংলা, সময় টিভি, যমুনা টিভি, একাত্তর টিভি, ইন্ডিপেন্ডেন্ট, চ্যানেল ২৪, এটিএন নিউজ, ডিবিসি, নিউজ ২৪- এই দশটি চ্যানেলে টিভিসি সম্প্রচার করা হবে।
Advertisement
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সোহরাব হোসেনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন পারভীন, উপসচিব আ না ম ফয়জুল হক, সিনিয়র সহকারী সচিব মো. আকবর হোসেন।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিডিয়া মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিভিসি এবং ভিডিও প্রচারের বিষয়ে পাঁচ দিন পর পর একটি প্রতিবেদন অতিরিক্ত সচিবের (প্রশাসন) কাছে দাখিল করবেন।
প্রতিবেদনে করোনাভাইরাস, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, টক শো এবং সংবাদের সারাংশ সন্নিবেশ করতে হবে। তথ্য মন্ত্রণালয় সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমকে বেগবান করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
Advertisement
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ