দেশজুড়ে

৯ জনের করোনাভাইরাস শনাক্তের পর নাটোর লকডাউন

গত দুইদিনে ৯ জনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

Advertisement

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল সার্জনের গত ২৯ এপ্রিলের পাঠানো পত্র এবং ৩০ এপ্রিল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হল। আজ বিকেল ৩টা থেকে জেলার বাইরে কোনো লোক যেতে বা আসতে পারবে না। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যেতে পারবে না।

সকল ধরণের গণপরিবহণ ও গণজমায়েত নিষিদ্ধ করা হলো। সামাজিক দূরত্ব বলবৎ নির্দেশনা আগের মতই বহাল থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, ওষুধের দোকান, এবং সংবাদপত্র এ আদেশের বাইরে থাকবে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

Advertisement