যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে এখন নতুন আতঙ্ক প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে প্রথমবারের মতো করোনায় দু'জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইয়েমেন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
Advertisement
ইয়েমেন কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, দেশটিতে এখন পর্যন্ত পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। এমনিতেই যুদ্ধ আর সংঘাতে বিপর্যস্ত ইয়েমেন। এর মধ্যেই দেশটিকে করোনার প্রাদুর্ভাব দেখা দিল।
এদিকে, ইয়েমেনে করোনার প্রাদুর্ভাবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটিতে সংঘাতের কারণে ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষ ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে।
এর মধ্যে করোনার প্রকোপ ছড়িয়ে পড়লে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির এডেন শহরে নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।
Advertisement
এর আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র এক। আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা বহুদিন ধরেই ইয়েমেনের বিষয়ে সতর্ক করে আসছেন।
যুদ্ধ ও সংঘাতের কারণে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে করোনার মতো সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় বিপর্যয় ডেকে আনবে।
এদিকে, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়াতেও করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া এক নবজাতক যেন আশার আলো দেখিয়েছে।
করোনায় আক্রান্ত একটি শিশুটি সুস্থ হয়ে উঠেছে। ইজমির প্রদেশে চিকিৎসাধীন ছিল শিশুটি। ওই এলাকা তুরস্কের আজিয়ান উপকূলে অবস্থিত। ছোট্ট শিশুটির নাম আজিজ।
Advertisement
পৃথিবীতে আসার মাত্র পাঁচদিনের মাথায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয় সে। তবে প্রায় এক মাস ধরে চিকিৎসা নেওয়ার পর ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি।
টিটিএন/জেআইএম