দেশজুড়ে

জয়পুরহাটে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ডাকাত মারা গেছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তার নাম-পরিচয় জানা যায় নি।এর আগে, শুক্রবার রাত সোয়া ১০টার সময় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সদর উপজেলার কোমরগ্রাম এলাকায় গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে জয়পুরহাট সদর থানার টহল পুলিশ সেখানে যায়। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অজ্ঞাত নামা ওই ডাকাতের দুই পায়ে গুলি লাগে। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও লোহার রড উদ্ধার করেছে।জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুরুন নবী জাগো নিউজকে জানান, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে আহত ডাকাতকে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশেদুজ্জামান/এসএস/এমএস/এমএস

Advertisement