জাতীয়

লকডাউনেও খোলা সেলুন, এসি বিস্ফোরণে দগ্ধ ৩

লকডাউনের মধ্যেই রাজধানীর নয়াপল্টনে সাটার বন্ধ করে চলা একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে কারিগরসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Advertisement

দগ্ধরা হলেন- সেলুন মালিক ও কারিগর কালাম (৪০), চুল কাটতে আসা মো. রাসেল (২২) ও পথচারী শাহ আলম (৫০)। বুধবার দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক জানান, নয়াপল্টনের ৪৪ নম্বর ‌‘স্টাইল জোন’ নামের ওই সেলুনের মালিক কালাম রাত ৯টার দিকে দোকানের সাটার বন্ধ করে ভেতরে রাসেল নামের ওই যুবকের চুলদাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতর থাকা এসি বিকট শব্দর বিস্ফোরণ হয়।

এতে দোকানের ভেতরের সব পুড়ে যায়, বিস্ফোরণে দোকানের সাটার উড়ে বাইরে গিয়ে পড়ে। বিস্ফোরণকালে রাস্তায় হেঁটে যাওয়া পথচারী শাহ আলমসহ সেলুনের মালিক কালাম ও গ্রাহক রাসেল আহত হন। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Advertisement

চিকিৎসকদের বরাত দিয়ে এসআই আশরাফুল জানান, তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

জেইউ/বিএ