সৌদি আরবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২৫ জন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪০২ জনে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫৭ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৬৯ জন।
নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে শতকরা ৮৫ জন দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক। বাকিরা সৌদি নাগরিক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে চিকিৎসাধীন আছেন ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ১২৫ জন।
Advertisement
সম্প্রতি মক্কা ও সম্পূর্ণ লকডাউন হওয়া এলাকাগুলো ছাড়া দেশটিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ তুলে নেয়া হয় এবং শপিংমল খোলার অনুমতি দেয়া হয়।
গত সোমবার একটি টেলিভিশন ভাষণে স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়া বলেন, কারফিউ আংশিকভাবে তুলে নেয়া মানে এই নয় যে, মহামারি করোনার বিপদ কেটে এসেছে। বরং ভাইরাসটির বিস্তার এখন আরও প্রকট আকার ধারণ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য প্রতিমুহূর্তে হালানাগাদ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের তথ্যমতে, এ পর্যন্ত পুরো বিশ্বে মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৫৫ জনের। আর আক্রান্ত ৩১ লাখ ২৬ হাজারের বেশি।
বিএ
Advertisement