জাতীয়

নতুন ৫০ জনসহ করোনায় আক্রান্ত ৪৮৬ চিকিৎসক

রাজধানী ঢাকাসহ সারাদেশে আরও ৫০ জন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৮৬ জন। গতকাল (২৮ এপ্রিল) ও এর আগের দিন (২৭ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৪৩৬ ও ৩৮৭ জন।

Advertisement

বুধবার (২৯ এপ্রিল) বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ‌্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ৪৮৬ জন চিকিৎসকের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৩৫৮ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ৩০, রংপুরে ৫, ময়মনসিংহে ৫৮ এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে সোসাইটি ফর নার্সের সেফটি অ্যান্ড রাইটস সূত্রে জানা গেছে, আজ (২৯ এপ্রিল) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত নার্সের সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৪৪টি সরকারি হাসপাতালে ২০৪ জন ও বেসরকারি ২০টি হাসপাতালে আক্রান্ত নার্সের সংখ্যা ১০৭ জন।

Advertisement

আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ২৬০ জন, বরিশালে ৪ জন, সিলেটে ২ জন, ময়মনসিংহ ২৮ জন, রংপুরে ৪ জন, খুলনায় ৮ জন ও রাজশাহী বিভাগে ৫ জন রয়েছেন। এদের মধ্যে সন্তানসম্ভবা ৪ জন নার্স রয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ১২ জন নার্স।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

Advertisement

এমইউ/বিএ