জাতীয়

ভিডিও চ্যানেলে বাড়ছে প্রতারণার বিজ্ঞাপন

ডিস ক্যাবল নেটওয়ার্কের ভিডিও চ্যানেলে বিভিন্ন ধরণের প্রতারণার বিজ্ঞাপন প্রচার প্রকট আকার ধারণ করেছে। এসব ভিডিও চ্যানেলে গান বা সিনেমা প্রচারের পাশাপাশি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়।ভিডিও চ্যানেলগুলোতে ইদানিং ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লাগানো, ব্যর্থ প্রেমকে সফল করা, দাম্পত্য জীবনকে সুখী করা, কর্মক্ষেত্রে সাফল্য এনে দেয়া, এমনকি দারিদ্র্যতা থেকে মুক্তি লাভের ফর্মুলা এসব চটকদার কথা বলে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। অমুক বাবা, তমুক বাবা নাম নিয়ে নিজেদের গুণগান আর অলৌকিক ক্ষমতা বা স্বপ্নযোগে পাওয়া ইত্যাদি বলে ভিডিও চ্যানেলের মাধ্যেমে সস্তায় বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। আর এতে বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্বল্প শিক্ষিত ও হতাশাগ্রস্থ মানুষজন এসব বাবাদের পিছনে খরচ করছেন নিজেদের কষ্টার্জিত অর্থ।ভণ্ড বাবার পিছনে অনেক টাকা খরচ করেছেন শিশির নামে এক ব্যক্তি বলেন, দাম্পত্য জীবনকে সুখ আর কর্মক্ষেত্রে সাফল্য এনে দেয় এমন একজন বাবার পিছনে অনেক টাকা খরচ করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন সবকিছুর জন্য নিজের লোভকেই দায়ী মনে হচ্ছে।দারিদ্র্যতা থেকে মুক্তি লাভের ফর্মুলা দেওয়া হয় এমন এক বিজ্ঞাপন দেখে  জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি সেই বাবার  সাথে যোগাযোগ করেন। তাকে বিভিন্ন আংটি ও তাবিজ দিয়ে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় সেই বাবা।জাহিদুল ইসলামের কাছ থেকে সেই বাবার নম্বর নিয়ে  প্রতারণা সম্পর্কে জানতে চাইলে, বাবার সহযোগী মজনু আহমেদ  বলেন, ‘আপনারা বিশ্বাস করলে করেন, না করলে না করেন। অনেকেই বিশ্বাস করে।’ কীভাবে এই অসাধ্য সাধণ করে বাবা এমন প্রশ্ন করলে, এ বিষয়ে আমি কিছু জানি না, বলে ফোন রেখে দেয় মজনু ।এএস/এআরএস/এমএস

Advertisement