মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পশ্চিম আফ্রিকার ছোট দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম। শুধু তিনি একা নন তার মন্ত্রিসভার আরও তিন সদস্যও একইসঙ্গে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
Advertisement
বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন মঙ্গলবার পরীক্ষার ফলে তা নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী নুনো তার বাকি তিন মন্ত্রীকে নিয়ে দেশটির রাজধানী শহর বিসাউয়েল একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।
উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করানো হলে স্থানীয় সময় মঙ্গলবার প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার আরও তিনজন সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে এক বিবৃতি দিয়ে জানায় আফ্রিকা অন্যতম দরিদ্র এই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
পশ্চিম আফ্রিকার এই দেশটিকে মহামারি করোনার সংক্রমণ এখনো তেমন করে শুরু হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৭০ এর বেশি। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন।
Advertisement
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যান্তোনিও দুয়েনা সতর্ক করে বলেছেন, ভাইরাসটির সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে নুনো প্রথম প্রধানমন্ত্রী নন যিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগে ব্রিটেনসহ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা এই ভাইরাসে আক্রান্ত হন।
এসএ