কিশোরগঞ্জে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বাবা মমতাজ উদ্দিন।
Advertisement
বুধবার দুপুরে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কুঁড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত উজ্জল মিয়া (৩০) ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারের খাবার হোটেলের মালিক।
পুলিশ জানায়, উজ্জলের স্ত্রী, মাসহ কয়েকজন নারী বাড়ির সামনে পারিবারিক পুকুরে গোসল করছিল। এ সময় উজ্জলের চাচাতো ভাই শহিদুল্লাহ একই পুকুরে গোসল করতে নামেন। নারীদের সঙ্গে গোসল করতে নামায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন উজ্জল মিয়া। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
নূর মোহাম্মদ/এএম/জেআইএম