যদি কোনো টেলিভিশন চ্যানেলে তারাবিহ নামাজ সম্প্রচার করে, তবে ঘর থেকে সেটা অনুসরণ (ইক্তেদা) না করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
Advertisement
আজ বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, টিভি চ্যানেলে তারাবিহ নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তা আদায় করার বিষয়ে সম্প্রতি জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে মর্মে জানা গেছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহিহ হবে না। তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচারকৃত তারাবিহ নামাজের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে তা আদায় করা হলে সেটি কোনোভাবেই সহিহ ও জায়েজ হবে না মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমরা মতামত দিয়েছেন।
বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবিহ নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
Advertisement
এমইউ/এইচএ/এমএস