গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে র্যাব-১ এর একাধিক দল যৌথ অভিযান চালিয়ে শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় লুট করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গ্রেফতারদের পরিধেয় রক্তমাখা পোশাক উদ্ধার ও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
তিনি বলেন, ‘ আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
Advertisement
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রেক্ষিতে একইদিন রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ঘটনার মূল হোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন (২৭ এপ্রিল) আদালতের কাছে মা ও তিন সন্তানকে হত্যার বীভৎস বর্ণনা দিলেন পারভেজ।
জেইউ/এফআর/এমএস
Advertisement