দেশজুড়ে

রিপোর্ট পজিটিভ শুনেই আত্মগোপনে করোনা রোগী, বিপাকে প্রশাসন

বগুড়ায় করোনা পজিটিভ রিপোর্ট শুনে এক রোগী আত্মগোপন করেছেন। তার বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা খুঁজে পাচ্ছেন না তাকে। রোগীর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

Advertisement

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বগুড়া শহরের ফুলতলা এলাকার ওই বাসিন্দা ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। দুইদিন আগে তিনি বাড়ি ফেরেন। তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না। তারপরও পরিবারের পরামর্শে তিনি হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে বিষয়টি তাকে ফোনে জানানো হয়।

সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়ি লকডাউন করতে ফুলতলা এলাকায় যান। রোগীর বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর থেকে স্থানীয় পৌর কাউন্সিলর, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীর হন্যে হয়ে খুঁজতে থাকেন রোগী ও তার বাড়ি। কিন্তু এলাকার কেউ তার সন্ধান দিতে পারেনি। একপর্যায়ে রোগীর নামের সঙ্গে যাদের মিল রয়েছে তাদের বাড়ি বাড়ি যায় পুলিশ। কিন্তু নামের মিল থাকলেও তারা কেউ করোনা ভাইরাসের পরীক্ষা করতে যাননি। ফলে বিপাকে পড়ে পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা।

Advertisement

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ওই রোগীর সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর খোরশেদ আলম।

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোগীর ফোন নম্বর বন্ধ থাকায় তার বাড়ি শনাক্ত করা যায়নি। এখন হাসপাতাল ল্যাব থেকে বিস্তারিত তথ্য নিয়ে রোগী শনাক্ত করতে হবে।

এফএ/এমকেএইচ

Advertisement