ভৈরবে অভিযান চালিয়ে ৩৩ জনকে চার লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ভেজাল মসলা তৈরি করার দায়ে কারখানার মালিক আলমগীর হোসেন ও ক্রেতা আনোয়ার হোসেনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩১ জনকে ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে তাদের জরিমানা করা হয়।
এর আগে মঙ্গলবার দিনব্যাপী ভৈরব শহরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। অভিযানে সহযোগিতা করেন ভৈরব র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, রঙ, কুড়া ও ভুসি দিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মসলা তৈরি করছিলেন কারখানার মালিক। খবর পেয়ে অভিযান চালিয়ে কারখানার মালিকসহ দুজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩১ জনকে ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
আসাদুজ্জামান ফারুক/এএম/এমকেএইচ