দেশজুড়ে

করোনা রোগীর সেবা ও মৃতদের দাফন করতে চান মুক্তিযোদ্ধার ছেলে

করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় দেশব্যাপী লকডাউন চলছে। এ অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে দাফন-কাফনে মানুষ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের সেবা ও মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন-কাফনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান সিলেট নগরের রিকশা মেকানিক তারা মিয়া।

Advertisement

নগরের শাহপরাণ থানার বালুচর আল ইসলাহ এলাকায় নয় সদস্যের পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন তারা মিয়া। তিন ছেলে ও চার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। তারা মিয়ার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামে।

তার বাবা প্রয়াত দুদু মিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের জন্য তিনি অস্ত্রহাতে যুদ্ধ করেছেন। আর তার ছেলে তারা মিয়া এখন করোনাভাইরাস মোকাবিলায় যুদ্ধে নামতে চান। মহামারি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন-কাফন করতে চান।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আলাপকালে তারা মিয়া বলেন, এই সময়ে করোনা আক্রান্ত রোগীর সেবা করা ও কোনো রোগী যদি মারা যায় তার দাফন করতে আমি রাজি আছি। বাবা এদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। আমি বাবার মতো এদেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই।

Advertisement

সিলেট জেলা প্রশাসন ও সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করে তারা মিয়া বলেন, করোনায় আক্রান্ত রোগীর সেবা এবং মৃতদের দাফন-কাফনসহ যেকোনো কাজে আমাকে লাগাতে পারেন। আমি করোনা রোগী এবং মৃতদের লাশ দাফন-কাফন করতে চাই।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ