ফিচার

বাণী-বচন : ১৭ অক্টোবর ২০১৫

কাজশব্দের চেয়ে কাজ উচ্চ স্বরে কথা বলে। – টমাস উইলসনকাজের মধ্যেই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। – টমাস ফুলারকাজ কর্মীর স্বভাবের প্রতিচ্ছবি। – স্যামুয়েল বাটলারযে কাজ করে না তার কাওয়া অন্যায়। – সেন্ট পলপ্রত্যেক মহৎ কাজ নিজের জন্য পথ করে নেয়। – ইমারসনবচনএক মুখ সোনা দিয়ে ভরা যায়দশ মুখ রাঙ দিয়েও ভরা যায় নাঅর্থ : একজনকে সন্তুষ্ট করা যায়, কিন্তু দশজনকে সন্তুষ্ট করা সম্ভব নয়- এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস

Advertisement