দেশজুড়ে

সাতক্ষীরায় শ্বাসকষ্টে চট্টগ্রাম ফেরত ইটভাটা শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে শ্বাসকষ্টে খায়রুল ইসলাম (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে তার মৃত্যু হয়।

Advertisement

খায়রুল ইসলাম চৌবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। চট্টগ্রামের একটি ইটভাটায় তিনি শ্রমিকের কাজ করতেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত সোমবার (২৭ এপ্রিল) তিনি চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার শ্বাসকষ্ট দেখা দিলে গ্রাম্য চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তবে পরিবারের কেউ তাকে হাসপাতালে ভর্তি করেনি। এরপর বুধবার ভোররাতে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার বলেন, ওই শ্রমিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে।

Advertisement

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম