সকালে স্বামী-স্ত্রীর কাব্যিক ঝগড়াস্বামী: ভোর হলো দোর খোল, খুকুমণি ওঠ রে-ভালো যদি না লাগে বাপের বাড়ি ছোট রে!স্ত্রী: আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে,আগে বুঝিনি তো তুমি এত বাজে!স্বামী: আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে-আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে!স্ত্রী: সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে-আর বেশি কথা বললে, টেপ মেরে দেব মুখে!
Advertisement
****
তোমার হৃদয়ে বাস করি!স্বামী: জানপাখি, তুমি কোথায়? স্ত্রী: আমি তো তোমার হৃদয়ে বাস করি!স্বামী: তা ভালো, সাবধানে থেকো। কিন্তু সেখানে অন্য যারা আছে, তাদের সঙ্গে ঝগড়া বাঁধিও না আবার...স্ত্রী: ওরে কমিনা! শয়তানের হাড্ডি! আইজকা তুই বাড়ি আয়, তারপর দেখাইতাছি...
****
Advertisement
আমিও তোমার পথই ধরবোস্বামী: আমি মারা গেলে তুমি কি আবার বিয়ে করবে?স্ত্রী: না! কক্ষনো না। আমি আমার একমাত্র ছোট বোনের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেব। স্বামী: যাক, শুনে খুশি হলাম।স্ত্রী: এখন তুমি বলো, আমি মারা গেলে তুমি কি বিয়ে করবে?স্বামী: না। আমিও তোমার পথই ধরবো; তোমার বোনের সঙ্গে কাটিয়ে দেব...
এসইউ/পিআর