সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তির আড়াই ঘণ্টা পর এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৭ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।
Advertisement
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে সিলেট নগরের এক যুবক হাসপাতালে ভর্তি হন বিকেল ৪টার দিকে। হাসপাতালে ভর্তির আড়াই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র আরও জানান, মারা যাওয়া যুবকের জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না। ওই যুবককে সংক্রমণ ব্যাধি বিধিমালা অনুযায়ী দাফন করা হবে।
ছামির মাহমুদ/আরএআর/পিআর
Advertisement