আন্তর্জাতিক

পিপিই না পেয়ে চিকিৎসকদের নগ্ন প্রতিবাদ

মহামারি করোনায় গোটা বিশ্ব বিপর্যস্ত। যারা এই ভাইরাস মোকাবিলায় সামনে থেকে লড়ছেন সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার সংকটও বিশ্বজুড়ে। করোনা রোগীর সেবা দেওয়ার জন্য দরকার মাস্কসহ ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই। কিন্তু একাধিকবার আবেদন সত্ত্বেও তা না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন একদল চিকিৎসক।

Advertisement

ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে। জার্মানির ওই চিকিৎসক দল বলছেন, ‘সুরক্ষা সরঞ্জাম ছাড়া করোনা রোগীদের সেবা দেওয়া নগ্নতারই সমান। তাই মাস্ক ও পিপিই না পেয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের মতে, ‌‘আমরা কতটা অরক্ষিত সেটা সরকারকে বোঝাতেই এই নগ্নতা।’

তাদের মধ্যে অনেকে পোশাক ছেড়ে শরীর ঢেকেছেন প্রেসক্রিপশনে। কেউ রোগীর রেকর্ড ফাইলে তো কেউ আবার লজ্জা লুকিয়েছেন মেডিকেল ইনস্ট্রুমেন্টের আড়ালে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে, ‘ব্লাংকে বেডেকেন’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাড়ায় ‘নগ্ন সংশয়’।

ব্যাতিক্রমী উপায়ে প্রতিবাদ জানানো ওই চিকিৎসকদের অভিযোগ, জার্মানিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর অর্থাৎ জানুয়ারির শেষ থেকে সরকারের কাছে সুরক্ষা সরঞ্জাম চেয়ে আসছেন তারা। কিন্তু তিন মাস কেটে গেলে তা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকরা পাচ্ছেন না। আর তাই অভিনব এমন প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।

Advertisement

তবে প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে তারা এটাও স্পষ্ট করেছেন যে, তারা রোগীদের চিকিৎসা অবশ্যই করতে চান এবং করবেন। কিন্তু তাদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। প্রসঙ্গত, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকটে সমালোচনার মুখে বেশিরভাগ দেশের সরকার।

এসএ