ঢাকাফেরত এক পল্লী চিকিৎসক (৪১) নওগাঁর সাপাহারে দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনা আক্রান্ত হয়েছে। তিনি উপজেলার গোয়ালা ইউনিয়নের কমাশপুর গ্রামের বাসিন্দা। গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকা থেকে তিনি তার গ্রামে আসেন। ঘটনার পর থেকে উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টায় নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, গত ২৫ এপ্রিলে ওই ব্যক্তি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন এবং তার শরীরে জ্বর ছিল। তিনি জানান, ওই রাত থেকেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরদিন ২৬ এপ্রিল তারসহ চারজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে। বাকি তিনজনের রিপোর্ট এখনও হাতে পাইনি।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধূরী বলেন, ওই ব্যক্তি একজন পল্লী চিকিৎসক। তিনি কয়েকদিন আগে অপর একজনের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা থেকে ২৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স প্রথম করোনা শনাক্ত হয়।
আব্বাস আলী/এমআরএম