সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ অন্যজন নারী। আক্রান্ত একজন ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া ও আরেকজন হলিদাকান্দা গ্রামের বাসিন্দা। আক্রান্ত নারী সম্প্রতি নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন।
Advertisement
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত এই উপজেলা থেকে মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়াল।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করেছি আমরা।
মোসাইদ রাহাত/এএম/পিআর
Advertisement